উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, বুধবার (১১ ডিসেম্বর) রাতে নতুন অনন্তপুর গ্রামে।জানা গেছে, থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর মুন্সিরকুটি এলাকায় কতিপয় ব্যাক্তি মাদক দ্রব্য বিক্রয় করছে। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫পিচ ইয়াবা, পাঁচ পুড়িয়া গাঁজা ও একটি মোটর সাইকেলসহ দুজনকে আটক করেন। আটককৃতরা হলেন, উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের মধুপুর মাষ্টারপাড়া গ্রামের শাহজাহান মাষ্টারে ছেলে মাহমুদুল হাসান স্বপন (২৬) ও একই গ্রামের কালিপদ বর্মনের ছেলে দিলীপ কুমার বর্মন (৩০)। পুলিশ জানায়, আটক মাহমুদুল হাসান স্বপনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে উলিপুর থানায় আরও তিনটি মামলা রয়েছে।উলিপুর থানার অফিসার ইনর্চাজ মোয়াজ্জেম হোসেন জানান, আটক দুই মাদক কারবারিকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।