
জহিরুল আলম কামরুল, ফেনী “নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” The blue economy will bring prosperity, এ প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস ও আইডি ইবি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সূবর্ন জয়ন্তী) উপলক্ষে ফেনীতে সোমবার সকালে বর্ণাঢ্যর্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ফেনী জেলা শাখা ও ফেনী কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে দিবসটি ঊপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর একটি বর্ণাঢ্য র্্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। র্্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো.ওয়াহিদুজজামান। আইডিইবি’র ফেনী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো.আবুল খায়ের এর সভাপতিত্বে সাধারন সম্পাদক প্রকৌশলী আ.স.ম. আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনা বক্তব্য রাথেন, ফেনী সড়ক ও জনপথ অধিদপ্তরের এসডিই প্রকৌশলী মো. আবদুস সহিদ আইডিবির সহ-সভাপতি চঞ্চল দে সরকার। এ সময়ে আরো উপস্হিত ছিলেন আইডিবি’র ফেনী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. আবু নছর মজুমদার, যুগ্ম-সাধারন সম্পাদক প্রকৌশলী মো.নজরুল ইসলাম, সোনাগাজী উপজেলা সাধারন সম্পাদক প্রকৌশলী মো. বেলাল উদ্দিন।