এস কে সানি ষ্টাফঃ গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আজ সকাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জোড় ইজতেমা (পরামর্শমূলক সভা)। বৃহস্পতিবার দুপুর থেকেই আসতে শুরু করেন সাথীরা। আগামীকাল মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।
এই চার জেলার চিল্লাধারী সাথীরা ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইল মিলসের পাশে অবস্থিত টিনশেডে অবস্থান নেবেন। ঢাকা জেলার ২ হাজার ৫০০, গাজীপুর জেলার ৭০০, টাঙ্গাইল জেলার ৪০০ ও মানিকগঞ্জ জেলার ৪০০ মুসল্লি এতে অংশ নিতে পারবেন।করোনা পরিস্থিতির কারণে এবার মুসল্লিদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। টিনসেডের বাইরে কোনো মুসল্লিকে অবস্থান না করতে প্রশাসনের পক্ষ থেকে আগাম নির্দেশনা দেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।