মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম জন্মদিন পালন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগ ও বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্রলীগ। ৭৩ তম জন্মদিন উপলক্ষে বিকেলে আনন্দ মিছিল মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা করে এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সোমবার বিকেল সেবারহাট বাজারে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান, সেক্রেটারী মাজেদুল তানভির ও বীজবাগের বালিয়াকান্দি কলেজে বীজবাগ ইউপি আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন আলমগীর, সেক্রেটারী এয়াকুব মামুন, একরামুল হক মামুন ,্আসিফ আকবরের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়।
এসময় কেককেটে আতশবাজি ফোটিয়ে জন্মদিন পালন করে নেতাকর্মীরা
এসময় আলোচনা সভায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এ্যাডভোকেট মাহমুদ হক পাটোয়ারী লেবুর, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, বীজবাগ ইউপি আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন আলমগীর, সেক্রেটারী এয়াকুব মামুন,একেএম মনসুর চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান, সেক্রেটারী মাজেদুল তানভির, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি একরাম হোসেন,মামুন সেক্রেটারী আসিফ ইকবাল,সামির সরকার,আফাস উদ্দিন,দেলোয়ার হোসেন সোহেল,এমরান হোসেন বাপ্পি, মাসুদ,সোহাগ, স্বাধীন উদ্দিন মিঠু,আলমাস ইমরান হোসেন।