মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদরের মদুসুদনপুর এলাকায় এক অভিয়ান চালিয়ে মোঃ মিরাজ হেসেন(২৫) নামের এক মাদক কারবারিকে ৮কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ।গ্রেফতারকৃত মোঃ মিরাজ হোসেনের বাড়ি জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামে। সে ওই গ্রামের ওসমান আলীর বাড়ীর মৃত আব্দুল হকের ছেলে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গ্রেফতারকৃত আসামি
মিরাজকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রবিবার ৭ ফেব্রুয়ারি রাতে সুধারাম থানা পুলিশ নোয়াখালী সদরের মদুসুধনপুর এলাকায় একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজী গাঁজাসহ মিরাজকে গ্রেফতার করেছিল। সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ ওসি(তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এবং তাকে সোমবার নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্ররণ করা হয়েছে।