মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা গাংচিল গ্রামে বৈদ্যুতিক মটর দিয়র কৃষি ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ আলা উদ্দিন (৩২) নামের যুবকের মৃত্যু হয়েছে । শুক্রবার( ১ জানুয়ারী ২০২১ইং) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহী ইউনিয়নের গাংচিলে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলা উদ্দিন চরএলাহী ইউপির ৮নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছোট ছেলে।পেশায় একজন দিনমজুর কৃষক। জানাগেছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে কৃষি
কাজে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসতর্ক অবস্থায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাৎক্ষণিক তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলা উদ্দিনের ১৮ মাস বয়সে একটি পুত্র সন্তান রয়েছে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সত্যতা নিশ্চিত করেন।