
মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বহুল আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে দফায় দফায় হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শপথ গ্রহণের উদ্দেশ্যে নোয়াখালীর বসুরহাট থেকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে সকালে ফেনীর দাগনভূঁইয়ায় এবং ফের দুপুর ২টারদিকে চট্টগ্রামের সিপ্লাস টিভির অফিসের নিচে মেয়রের পার্কিং করা গাড়ি বহরে অজ্ঞাত একদল দুবুত্ত ইট পাটকেল নিক্ষেপ করে এতে মেয়রের বহরের থাকা একটি গাড়ির কাঁচ ভেঙ্গে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র তার পরিষদ নির্বাডঢ়ু সকল সদস্যদের নিয়ে আজ বৃহস্পতিবার ভোরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলাকারীরা ফেনীর জেলার দাগনভূঞা বাজারে আবদুল কাদের মির্জার গাড়ি বহরে ইট পাটকেল ও ডিম নিক্ষেপ করে। পরে তিনি শপথ গ্রহণ শেষে দুপুরে চট্টগ্রামের সিপ্লাস টেলিভিশনে সাক্ষাতকার দেওয়ার জন্য টিভি অফিসের নিছে গাড়ী রেখে ওপলে ওঠলে অজ্ঞাত দুবৃত্তরা নিছে রাখা গাড়ী বহর লক্ষ্য কওে ইঁপাটকেল নিক্ষেপ করলে এ কটি গাড়ীর কাঁচ ভেঙ্গে যায়। তবে, এসময় কেউ হতাহত হয়নি। এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন কাদের মির্জা।