ফেনী জেলা প্রতিনিধি: বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলা শাখার জাতীয়করনকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের উদ্যোগে শনিবার (৯ জানুয়ারী) দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহরের মডেল হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন জাতীয়করনকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট কেন্দ্রীয় কমিটির সমম্বয়ক মহিউদ্দিন খোন্দকার। পূর্ব বিজয় সিংহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেয়ারুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও বঙ্গবীর ওসমানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: শহিদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়করনকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক ছেরাজুল ইসলাম শাহীন, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার সভাপতি এম সাহাব উদ্দিন, সহ-সভাপতি আবুল কাশেম প্রমুখ।
এ সময় আমন্ত্রিত অতিথি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রায় চব্বিশ বছর আন্দোলনের পর মাননীয় প্রধানমন্ত্রীর হ্রদয়ে রহমত হলে, বেসরকারী সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করন করেছেন। আমরা উনার জন্য দিবসটি পালন করে দোয়া করছি। দেশের অর্থনীতি খারাপ হওয়ার পরও বঙ্গবন্ধু দেশের প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয়করন করেছেন, তারি ধারাবাহিকতায় ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করন করেছেন।
জহিরুল আলম কামরুল, ফেনী