কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাদ্রাসার ছাত্র হাবিবকে ফিরে পেতে চান স্বজনরা গত শনিবার ০৯ জানুয়ারি বিকালে হাবিব (১১) বেগম কাওলা ব্যাংক কলনী, উত্তরা, ঢাকা হতে পার্শবর্তী রিয়াজুল কোরআন মডেল মাদ্রাসা যায়। পরবর্তীতে আর বাসায় ফিরে আসে নি। সে উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের একজন ছাত্র। তার বাবার নামঃ মোঃ খোকন মিয়া (বাক-প্রতিবন্ধী), মায়ের নামঃ মোছাঃ হালিমা (গার্মেন্টস কর্মী)। ছেলেটি পরিবার সহ ঢাকার কাওলা ব্যাংক কলনীতে থাকেন। তার স্থায়ী বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের পশ্চিম পার্শ্বে। হারিয়ে যাওয়ার সময় তার মাথায় সাদা টুপি এবং গায়ে নীল রঙ্গের পাঞ্জাবী ও লাল জ্যাকেট ও সাদা পায়জামা গায়ে ছিল।
তার মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, তার উচ্চতা আনুমানিক চার ফিট।
এব্যাপারে দক্ষিন খান থানায় একটি জিডি করা করেছে তার পরিবার , যার জিডি নং – ৫২৩, ছেলেটির সন্ধান পেয়ে থাকেন।তাহলে নিম্নক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন তার বাবা। ছেলেটির সন্ধান পেয়ে থাকলে মোবাইলঃ 01676008305 (বশির), 01786807667 (আশাদুল), 01731892470 (বাবলু) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।