এস কে সানি ষ্টাফঃ ফেসবুক চালানো বন্ধে বাবা মোবাইল ফোন কেড়ে নেয়ার ঘটনায় বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের এক কলেজছাত্রী। মঙ্গলবার রাতে আউচপাড়া নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করে উত্তরার মাইলস্টোন কলেজে পড়াশুনা করে আসছিল। নিহত ছাত্রীর নাম সাহারা (১৭)। পিতার নাম সুমন মিয়া। পরিবার রাতে একাত্তর ট্রিবিউনকে জানায়, সাহারার বাবা একজন ব্যবসায়ী। মেয়ে সাহারার ভালমন্দ বাবাই দেখাশুনা করতেন। সাহারা দিন-রাত সারাক্ষণ মোবাইলফোনে
ফেসবুক নিয়ে মেতে থাকত। বাবা বারবার ফেসবুক না চালানোর জন্য বারণ করার পরও সে তা চালিয়ে যায়। এক পর্যায়ে বাবা মঙ্গলবার মেয়ের কাছে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয়। মোবাইল ফোন কেড়ে নেয়ার রাগে, ক্ষোভে, দুঃখে, কষ্টে, অভিমানে সাহারা সবার অজান্তে বাসার রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। টঙ্গী পশ্চিম থানা পুলিশের (ওসি) শাহ আলম প্রতিদিনের সংবাদকে জানান, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।