শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরবে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রবিবার বিকালে উপজেলার পিরব ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সমাজের নেতৃত্বস্থানীয় জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক তৈরীর লক্ষে পিরব ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক’র সভাপতিত্বে বিট পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন ও কমিউনিটি পুলিশিং) হরিদাস মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, পিরব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই স্বপন মিয়া, পিরব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হোসেন, আ’লীগ নেত্রী ছালেহা, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য শাহেনা, জাকিয়া, কমিলা, ইলতুমিশ, ওয়ার্ড সদস্য রায়হান আলী, তোজাম, তোফাজ্জল, মাহবুব উল আলমসহ সাংবাদিক, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।