মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে, হারভেষ্টপ্লাস প্রকল্পের আয়োজনে জিংক সমৃদ্ধ ধান উৎপাদন বিষয়ে দিনব্যাপী এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর
খামার বাড়ির অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ গোলাম রসুল, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, শেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন, প্রকল্প সমন্বয়কারী হাবিবুর রহমান,ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রাজু আহম্মেদ মহির, মোঃ খোরশেদ আলম দৈনিক ইত্তেফাক প্রতিনিধি, মোঃ গোলাম রাব্বানী টিটু দৈনিক যায়যায়দিন প্রতিনিধি, জাহিদুর হক মনির প্রমুখ। ওরিয়েন্টেশন সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।