শামীম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ সাভারের হেমায়েতপুরে যাদুরচর ও বাড্ডা ভাটপারা এলাকায় গোপন সংবাদের ভিওিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।র্যাব জানায়, রাতে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদার ও শফিক সাত টি ব্যাগে করে ভারতীয় ফেনসিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদেরকে আটক করে সাতটি
ব্যাগে তল্লাশী চালিয়ে ৪৪৭ পিচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র্যাব আরও জানায়, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধীক মাদক মামলা রয়েছে।
অন্যদিকে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তারকে ১৯৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছেন র্যাব। এবিষয়ে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে