পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের কুড়িপাড়া ও চর বাটিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া ও গুড় বিতরণ করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওয়ার আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যমুনা থিয়েটারের সভাপতি সাংবাদিক মোঃ খায়রুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, কাজলা ইউনিয়ন পরিষদ ০৯ নং ওয়ার্ড সদস্য মহাতাফ হোসেন মহন।