বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাইসলামপুরে ব্যবসায়ীদের রাস্তা অবরোধ

ইসলামপুরে ব্যবসায়ীদের রাস্তা অবরোধ

দেশের চলমান লকডাউনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা। এসময় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেয়ার দাবি জানান তারা।

সোমবার বেলা সাড়ে ১১টায় লকডাউনের প্রথম দিনে ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশো ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় ব্যাবসায়ীরা গরীব মারার লকডাউন আমরা মানিনা, মানবোনা বলে শ্লোগান দেন। তারা বলেন, আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। তারা আরও বলেন, সামনেই রোজার ঈদ। ব্যবসার ভরা মৌসুম। তাই ঈদ উপলক্ষে লকডাউন তুলে দেওয়ার দাবিও জানান তারা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানান। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ